শহর কলকাতার এটিএম থেকে কোটি কোটি টাকা উধাও হয়ে যাচ্ছিল। এই ঘটনায় তদন্তে নেমে হতবাক গোয়েন্দারা। এটিএম মেশিন অটুট,অথচ এটিএম যন্ত্রের ভিতর থেকে রহস্যজনকভাবে কয়েক কোটি টাকা উধাও।
কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তে নেমে জানতে পারে, এই ঘটনার সঙ্গে ভিন রাজ্যের বাসিন্দার যোগ রয়েছে। তারপরই লালবাজার থেকে একটি দল সুরাট যায়। তল্লাশি চালিয়ে সেখান থেকে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বাড়ি নয়াদিল্লির ফতেহপুর বেরি এলাকায়। তাদের ট্রানজিট রিমান্ডের জন্য ইতিমধ্যে আদালতেও তোলা হয়েছে। এছাড়া কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে দু’জনকে। তাদের নাম বিশ্বদীপ রাউত এবং আবদুল সইফুল মণ্ডল।
উল্লেখ্য, গত মাসে কাশীপুর, নিউমার্কেট, যাদবপুর-সহ কয়েকটি এলাকায় ব্যাঙ্কের এটিএম থেকে টাকা গায়েবের ঘটনা ঘটে। তারপর তদন্তে নামে পুলিশ। অপরাধীদের ধরার পাশাপাশি গোয়েন্দারা গুরুত্ব দিয়েছিল, অটুট এটিএম থেকে কিভাবে টাকা গায়েব হচ্ছে ?
তদন্তকারীরা জানতে পারেন, গোটা ঘটনার পিছনে ছিল উন্নততর প্রযুক্তি। একধরনের গ্যাজেটের সাহায্যেই এটিএম মেশিন না ভেঙেই টাকা বের করে নিয়েছে জালিয়াতরা।