রবিবার দু’দিনের জন্য নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর নিরাপত্তা নিয়ে শনিবার থেকেই চূড়ান্ত তৎপরতা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে আঘাত পাওয়ার পর নির্বাচন কমিশন ঠিক করেছে তারকা প্রচারকদের ক্ষেত্রে আধা সেনা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা করা হবে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তায় যাতে সামান্যতম ত্রুটি না থাকে সেই ব্যবস্থা করছে কমিশন। কেননা তিনি একদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অন্যদিকে বিজেপি-র তারকা প্রচারক।
রবিবার বিকেলে পাঁচটায় খড়্গপুর ধোবিঘাট শঙ্কর মন্দির সংলগ্ন হেলিপ্যাড পরিদর্শন করে গেছেন কেন্দ্রীয় বাহিনীর কমান্ড্যান্ট পদ মর্যাদার এক অফিসার। জেলা পুলিশের সঙ্গেও প্রতিটি মুহূর্তে নিরাপত্তা নিয়ে যোগাযোগ করছেন এই সেনা অফিসার। এদিকে জেলা পুলিশ সূত্রে জানা গেছে রবিবার বিকেল পাঁচটায় হেলিকপ্টার থেকে এই হেলিপ্যাডে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর এখানকার অতুলমনি স্কুল থেকে মালঞ্চ রোড ধরে এখানকার সুপার মার্কেট মোর পর্যন্ত অমিত শাহের রোড শো হবে। রাতে অমিত শাহ এখানকার স্থানীয় একটি হোটেলে থাকবেন। তাই এই এলাকা ও তিনি যে হোটেলে থাকবেন সেই হোটেলও ঘিরে রাখা হয়েছে নিরাপত্তার ঘেরাটোপে।
খড়্গপুর পুলিশ সূত্রে জানা গেছে, অমিত শাহের এই সফরকে কেন্দ্র করে ৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। আধা সেনা ও জেলা পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে অমিত শাহের জেড-প্লাস ক্যাটাগরির নিরাপত্তার জন্য সব রকমের ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে। যে [ওঠে অমিত শাহ রোড শো করবেন সেই রাস্তায় ২০ মিটার উচ্চতা পর্যন্ত যত কেবল ও ব্রডব্র্যান্ডের তার আছে সব খুলে ফেলা হয়েছে।
অমিত শাহের সফরকে ঘিরে নিরাপত্তার যে পরিকল্পনা করা হয়েছে তাতে সেনা বাহিনী ও জেলা পুলিশের সঙ্গে অত্যন্ত নিবিড় সমন্বয়ের ছবি স্পষ্ট। কিন্তু নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন আঘাত পেলেন সেদিন মুখ্যমন্ত্রীর এবং নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীর নিরাপত্তায় এই সমন্বয় থাকলে কোনও সমস্যা হতো না বলে প্রশ্ন তুলছে তৃণমূল । এমনকি নবান্ন থ্রেকে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আঘাত লাগার ঘটনায় নির্বাচন কমিশনের কাছে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় যে রিপোর্ট দিয়েছেন তাতেও সমন্বয়ের অভাবের কথা উঠে এসেছে।