ভোটের আগেই সরকার পড়ে যাবে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে দাঁড়ালে হারবেন। ফের বিস্ফোরক মন্তব্য করলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং।
এদিন পানিহাটি পুরসভার গেটের সামনে বিজেপির ‘আর নয় কর্মসূচি’তে যোগ দেন অর্জুন সিং। সেখানেই অর্জুন সিং বলেন, “শুভেন্দু বিজেপিতে আসবে কিনা, তা এখন জানি না। তবে বলব, শুভেন্দু তৃণমূল ছাড়লে সরকার পড়ে যাবে। শুভেন্দু জননেতা। তাই ওর জন্য দল টিকে আছে। শুভেন্দু দল ছাড়লে, ভোটের আগেই সরকার পড়ে যাবে।” তিনি আরও দাবি করেন, “মুখ্যমন্ত্রী এত লাফালাফি করছেন। উনি এবার ভবানীপুরে দাঁড়ালে সেখানেও হেরে যাবেন।”
এদিকে, শনিবার দক্ষিণ কলকাতার একটি ‘অরাজনৈতিক’ কর্মসূচিতে গিয়ে, দল সম্পর্কে উষ্মা প্রকাশ করেছেন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘‘স্তাবকতা করতে পারলে নম্বর বেশি। ভালকে খারাপ, খারাপকে ভাল বলতে পারি না তাই আমার নম্বর কম।’’
রাজীব এদিন বলেন, ‘‘যারা দুর্নীতিগ্রস্ত তারা স্তাবক বলে সামনের সারিতে। যখন মানুষ ভাল কাজ করতে আসে, তখন পিছন থেকে টেনে ধরে।’’ তাঁর আক্ষেপ, “যারা মাঠেঘাটে কাজ করে, তারা প্রাধান্য পায় না। যারা ঠান্ডা ঘরে বসে থাকে তারাই এখন নেতৃত্বের সামনের সারিতে।ক্ষমতালোভীরা জায়গা পাচ্ছে দলে।”
এপ্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় দাবি করেছেন, “রাজীব কেন, আরও অনেকেই আছে। রাজীব একা নন। আমি জানি দলের ভিতরে পরিস্থিতিটা কী। সবাইকে স্বাগত। আমরা তৃণমূলের জন্মলগ্ন থেকে ছিলাম। তাসের ঘরের মতো ভেঙে পড়বে তৃণমূল।”