বুথ ফেরৎ সমীক্ষায় উদ্বিগ্ন নন বরং নিজের উপর আত্মবিশ্বাস তাঁর প্রবল৷ সেই কারণেই বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং সদর্পে বলতে পারেন তিনি যখন ভোট করিয়েছেন তখন জিতবেনই৷
বুথ ফেরৎ সমীক্ষাগুলি রাজ্য তথা গোটা দেশে গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিয়েছে ৷কিন্তু কয়েকটি সমীক্ষার ইঙ্গিত, প্রবল গেরুয়া ঝড়েও বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং হারছেন৷ এক্সিট পোল নিয়ে কলকাতা 24×7-কে দেওয়া প্রতিক্রিয়ায় অর্জুন সিং বলেন, এক্সিট পোল একটা ধারণা দেয়৷ কিন্তু কখনই তাদের সবটা মেলে না৷ যাঁরা বলছে আমি হেরে যাব তাঁরা ভুল৷ আমি নিজে ভোট করিয়েছি আমি জানব না, যে জিতব কিনা৷ আগেও বলেছি, এখনও বলছি যে আমি জিতবই৷ এব্যাপারে আমি দুশো ভাগ নিশ্চিত৷
শুধু নিজের নয়, ছেলের জয়ের ব্যাপারেও নিশ্চিন্তে রয়েছেন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া অর্জুন। ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে তাঁর ছেলে পবন সিং পদ্মপ্রতীকে লড়েছে৷ তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের পোড়খাওয়া নেতা মদন মিত্র৷ভোটের দিন তৃণমূল-বিজেপির সংঘর্ষে ভাড়পাড়া অগ্নিগর্ভ হয়ে ওঠে৷ দুপুর দুটোর পর থেকে এলাকায় মুড়ি-মুড়কির মতো বোমা পড়ে৷তৃণমূল প্রার্থী মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়৷আবার অর্জুন সিং-এর উপর তৃণমূল কর্মীরা আক্রমণ করেছে বলে অভিযোগ ওঠে৷উপনির্বাচনের দিন কার্যত নজরবন্দি তিনি৷
ছেলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অর্জুন বলেন, “দুপুর দুটোর পর থেকে তো মদন মিত্র বোমাবাজিতে ব্যস্ত ছিলেন৷ তো উনি জিতবেন কি করে? ভাটপাড়াও আমরাই পাচ্ছি৷”