বাইরে বেরলে মাস্ক পরছেন তো? কলকাতা পুলিশের হয়ে প্রচার সাংসদ দেবের

মাস্ক পরুন, করোনা দূর করুন- ‘MaskUpKolkata’, কলকাতা পুলিশের নতুন উদ্যোগ। আইনশৃঙ্খলার পাশাপাশি করোনার বিরুদ্ধেও লড়াই জারি রেখেছে কলকাতা পুলিশ। মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে শহরবাসীকে সচেতন করতেই তাদের অভিনব উদ্যোগ ‘MaskUpKolkata’। সম্প্রতি লালবাজারে MaskUpKolkata প্রচার কর্মসূচির সূচনা করলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। এবার তাদের সেই অভিনব উদ্যোগেই শামিল হলেন তৃণমূলের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব।

মাস্ক পরুন, করোনা দূর করুন…’ এই স্লোগানকে হাতিয়ার করেই শহরের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কলকাতা পুলিশের বিশেষ ট্যাবলো। যার মাধ্যমে শহরবাসীদের লাগাতার মাস্ক পরার প্রয়োজনীয়তা বোঝাচ্ছে তারা। সেই সঙ্গে চলছে মারণ ভাইরাসের সংক্রমণ এড়িয়ে চলার সচেতনতা প্রচারও। এবার কলকাতা পুলিশের সেই উদ্যোগে হাত মেলালেন সাংসদ দেব।

ইনস্টাগ্রামে কলকাতা পুলিশের লোগো দেওয়া মাস্ক পরে একটি ছবি শেয়ার করেছেন সাংসদ। তার পাশাপাশি অনুরাগীদেরও মাস্ক পরার আরজি জানিয়েছেন দেব। “বাইরে বেরলে মাস্ক পরছেন তো? ভুলবেন না, করোনার বিরুদ্ধে লড়াইয়ে মাস্ক আমাদের অন্যতম হাতিয়ার। অযথা ঝুঁকি নেবেন না। কলকাতা পুলিশ সম্প্রতি যে ‘MaskUpKolkata’ ক্যাম্পেন শুরু করেছে, তার শরিক হোন। মনে রাখবেন, বাইরে বেরলে মাস্ক মাস্ট! সুস্থ থাকুন, সতর্ক থাকুন”, বার্তা দেবের।

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই করোনায় আক্রান্ত এর রোগীকে হাসপাতালে ভরতি করার ব্যবস্থা করে দিয়েছিলেন দেব। উপরন্তু চলতি লকডাউনে দেশের বাইরে থেকেও পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে পড়ুয়াদের বাড়িতে পৌঁছে দিয়েছেন সাংসদ। দুস্থদেরও সাহায্য করেছেন। কথা দিয়েছেন, প্রয়োজনে যথাসাধ্য সাহায্য করবেন। এবার কলকাতা পুলিশের ‘MaskUpKolkata’ ক্যাম্পেনের শরিক হলেন।

https://www.instagram.com/p/CDQ4zr9DjqP/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.