বাজেটে কলকাতার জাদুঘরের প্রাপ্তিতে খুশি পুরাতত্ত্ববিদরা

কেন্দ্রীয় বাজেটে কলকাতার ভারতীয় জাদুঘরের ঝুলিতে প্রাপ্তিযোগ হল। এর জন্য খুশি রাজ্যের পুরাতত্ত্ববিদরা। 
ভারতীয় জাদুঘরের অছি পরিষদের সদস্য তথা প্রাক্তন উপাচার্য অচিন্ত্য বিশ্বাস বলেন, “জাদুঘরের এই মানোন্নয়নের জন্য সব মিলিয়ে ১০০ কোটি টাকার উপর বরাদ্দ করছে কেন্দ্রীয় সরকার।  সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের অনুষ্ঠানে এসেছিলেন। সেখানে শিল্পকলা সম্পর্কে গ্যালারি হয়েছে। ওখানে একটি স্থায়ী মুদ্রা-প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে।  বাজেটে এর জন্য অর্থ বরাদ্দ হয়েছে। 
অচিন্ত্যবাবু এই প্রতিবেদককে বলেন, বাজেটের আর একটা জিনিস আমার কাছে আকর্ষণীয় লেগেছে। গুজরাটের কাছে হবে একটি পূর্ণাঙ্গ সংগ্রহশালা হবে সমুদ্র বানিজ্য বিষয়ক। ওখানে হরপ্পা মহেঞ্জোদারো ঐতিহ্য পাওয়া গিয়েছিল। ভারতীয় জাদুঘরের ভারপ্রাপ্ত অধিকর্তা অরিজিৎ দত্তচৌধুরী হিন্দুস্থান সমাচার-কে জানান, এই সংগ্রহশালার সংস্কারের ব্যাপারে একটা রূপরেখা তৈরি হচ্ছে। এখানে একটা পুরনো ভবনের অবস্থা খুব খারাপ। আপাতত ঠিক হয়েছে সেটা ভেঙে নতুন ভবন হবে। হেরিটেজ কমিশন পুরসভার নীতি মেনে তৈরি হবে সেটি। সেখানে সংরক্ষণাগার এবং গ্যালারি তৈরি হবে। 

ভারতীয় জাদুঘরের প্রাক্তন অধিকর্তা শ্যামলকান্তি চক্রবর্তী বলেন, ভারতীয় জাদুঘরের যতই ভাল হয়, ততই আমার আনন্দ। দীর্ঘকাল নিষ্ঠার সঙ্গে এই সংগ্রহশালার মানোন্নয়নের চেষ্টা করেছি। কেবল প্রাচীনত্বের নিরিখেই নয়, এখানে এত পুরনো প্রত্নতাত্বিক ও পুরাতাত্বিক সামগ্রি আছে, খুব কম স্থানেই তা পাওয়া যাবে। আগামীকাল ভারতীয় জাদুঘরের ২০৬-তম জন্মদিন। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন জাদুঘর কর্তৃপক্ষ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.