বলিউড চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের বিস্তর রাগ মোদি সরকার ও যোগি সরকারের বিরুদ্ধে | সোশ্যাল মিডিয়ায় সরাসরি সিএএ ও এনআরসি নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ থেকে দেশের কোথায় কখন এই প্রতিবাদে বিক্ষুদ্ধ মানুষ জড়ো হচ্ছেন অনুরাগের সোশ্যাল মিডিয়া খুুললেই হাতের কাছে পাওয়া যাচ্ছিল | এই পর্যন্ত সব ঠিক ছিল |
গণতান্ত্রিক দেশের নাগরিক, প্রতিবাদ করার অধিকার নিশ্চয়ই আছে | তবে জঙ্গী আন্দোলনের সমার্থক কিনা তা নিয়ে অবশ্য বিস্তর প্রশ্ন করা যেতে পারে | একটি বিশদে গিয়ে অনুরাগের এই তীব্র মোদি বিরোধীতার কারণ খুঁজে পেয়েছেন উত্তরপ্রদেশ বিজেপির মুখপাত্র সলভ মানি ত্রিপাঠী |
যদিও এর আগেই বিজেপি থেকে অনুরাগ বিরোধী একটি ফ্রন্ট খোলা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় তাঁকে মোকাবিলার জন্য, ঠিক যেভাবে দীপিকা পাড়ুকোনের ছবি মুক্তির আগে বয়কট দীপিকা ট্রেন্ডে সরব হয়ছিল নেট দুনিয়া |
নিজের ট্যউইটার হ্যান্ডেলে অনুরাগের একটি চিঠি ফাঁস করে বিজেপির মুখপাত্র বলেন, যোগীর উপর রাগ করার প্রথম ও প্রধান কারণ হল উত্তরপ্রদেশে অখিলেশের রাজত্ব কালে তার ছবি মাসান এর জন্য প্রায় ২কোটির বেশি টাকা কর মুকুব করেছিল সেসময়ের সরকার | যা তার বাণিজ্যিক মুনাফাকে অনেকাংশে বর্ধিত করেছিল | যোগি সরকার আসার পর একই আবেদন নিয়ে অনুরাগ যান তার ছবির জন্য | যা কোন ভাবেই প্রাধান্য দেননি যোগি সরকার |
আর তাই রাগের কারণ হয়ে দাঁড়ানো এই বলি পরিচালক ছিলেন সুযোগের অপেক্ষায়| সিএএ নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে উত্তরপ্রদেশের সরকারের সংঘর্ষ কে কেন্দ্র করে যা তিনি বের করে দেন সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে | এই চিঠি ফাঁসের পর অবশ্য খানিকটা হলেও অনুরাগের ইমেজকে কালিমালিপ্ত করবে মনে করছেন তার ফলোয়ারেরা |