পূর্ব যাদপুর থানার বিরুদ্ধে নালিশ জানালেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। তিনি অভিযোগ করেন, শুক্রবার পুলিশ তার প্রচারে বাধা দিয়েছে। যার জন্য এদিন পূর্ব যাদপুর থানার সামনে বিক্ষোভ দেখান যাদবপুর লোকসভার বিজেপি প্রার্থী অনুপম হাজরা। তিনি সকালে মুকুন্দুপুর এলাকায় দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে গিয়েছিলেন। ভোটারদের সঙ্গে কথা বলাই ছিল তার উদ্দেশ্য। তবে তার প্রচারে পুলিশ বাধা দেয় অভিযোগ। তিনি অভিযোগ করেন, পুলিশ প্রথমে তাকে জানায় এই এলাকায় কোন বাইক মিছিল করা যাবে না। পাল্টা তিনিও পূর্ব যাদবপুর থানাকে জানিয়ে দেন আমি কোন বাইক বা মাইক নিয়ে মিছিল করছি না। তারপরেই পুলিশ তার প্রচার আটকায় বলে দাবি অনুপম হাজরার। এমনকি তিনি অভিযোগ করেছেন, পূর্ব যাদপুর থানা তার প্রচার আটকানো নিয়ে প্রথমে কথা বলতে চায়নি। থানায় প্রবেশ করার সময় থানার গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন বিজেপির প্রার্থী অনুপম হাজরা। এই ঘটরার প্রতিবাদে বাধ্য হয়েই পূর্ব যাদবপুর থানার সামনে বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে অবস্থানে বসে পড়তে বাধ্য হয়েছি বলে জানান তিনি।
যদিও পরে পুলিশের সঙ্গে আলোচনার পর ধর্না তুলে নেন অনুপম হাজরা। তবে শুক্রবার সকালের মুকুন্দুপুরের ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত নালিশ জানান বিজেপির প্রার্থী অনুপম হাজরা। তিনি বলেন, প্রচার নষ্ট করার জন্যই পুলিশ এমন ঘটনা ঘটিয়েছে। শাসক দলের নেতৃত্বের কথা মত পুলিশ চলছে বলে অভিযোগ করেন অনুপম হাজরা।