প্রকাশ্যে এলো বীরভূমের তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যাওয়ার খবর। দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি পেয়ে গেল আদালতের কাছ থেকে। দিল্লির বিশেষ আদালতের এই নির্দেশ প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল পড়ে গেছে রাজ্যের রাজনৈতিক মহলে।
চলতি সপ্তাহে সোমবারে অনুব্রত মামলার শুনানির আয়োজন করা হয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। সেখানে অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল তাঁর হয়ে বারংবার সওয়ালও করেন। তবে, কপিল সিব্বলের সমস্ত প্রয়াসই ব্যর্থ হয়। আদালতের বিচারপতি শুনানি শেষে তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, অনুব্রত মণ্ডলকে যাতে দিল্লিমুখী না হতে হয় সেই জন্য কপিল সিব্বল একাধিক প্রয়াস করেছিলেন। কিন্তু, সবশেষে আদালতের বিচারপতি শুনানিতে অনুব্রতকে তিহাড় জেলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন।