মন খারাপের নাম অনুব্রত।
অবশ্যই অনুব্রত মন্ডলের কথা হচ্ছে। ২১-এর মঞ্চ থেকে ঢিল ছোড়া দূরত্বে থেকেও সমাবেশে থাকা হচ্ছে না বীরভূমের ‘দাপুটে’ নেতার। তিনি যে অসুস্থ। ভর্তি এসএসকেএমে। ইচ্ছা থাকলেও বেড থেকে নামতে পারছেন না। ডাক্তারের কড়া নিষেধ! শুয়ে থাকাই নাকি মোক্ষম ওষুধ। তবে মন যে সত্যিই খারাপ সে কথা জানিয়েছেন। বলেন ‘ভীষণ মন খারাপ। ডাক্তার বলেছেন পুরো রেস্ট।’
প্রসঙ্গত, হাই প্রেসারের সমস্যা নিয়ে চলতি মাসেই এসএসকেএমে ভর্তি হয়েছেন অনুব্রত মন্ডল। এছাড়াও সুগার এবং কার্বোঙ্কল রোগেও ভুগছেন। সব মিলিয়ে গুরুতর অসুস্থ বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে দিকে দিকে ধাক্কা খেয়েছে তৃণমূল। বাদ যায়নি কেষ্টর গড়ও। দাপুটে নেতার ‘নকুলদানা’, ‘চড়াম চড়াম’ কিংবা ‘গুড়-বাতাসা’ সেভাবে কাজে আসেনি।
যে ঘটনায় প্রিয় দিদি পর্যন্ত বিরক্ত। ভোটের আগে কেষ্টকে ‘বাঘের বাচ্চার মতো লড়ার’ কথা বললেও ভোট শেষ হতেই ‘কেন এত জায়গায় হার হলো’, প্রশ্ন তুলেছেন নেত্রী। অর্থাৎ অনুব্রত আর অনুব্রততে নেই মোটে। কতকটা অন্য মানুষ! তবে, না থেকেও ২১-এর সমাবেশে আছেন কিছুটা। তাঁর ছবি বিক্রি হতে দেখা গিয়েছে ধর্মতলায়। টি-বোর্ডের কাছে নাকি তৃণমূলের ক্যাম্প থেকে বিলোনো হচ্ছে গুড়-বাতাসা।
তবু, মন খারাপের নাম অনুব্রত।