মাধ্যমিক (Madhyamik) ও উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার সূচি ঘোষণা পিছিয়ে গেল। এই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ৭২ ঘণ্টা পরে ওই কমিটি তার রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত হবে এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা। এ বছর প্রায় ১২ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থী।
এবছর মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী ১ জুন থেকে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল আগামী ১৫ জুন। কিন্তু করোনা পরিস্থিতির জন্য পরীক্ষা ফের পিছিয়ে যায়। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) জানান, জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও অগস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা। তিন ঘণ্টার বদলে দেড় ঘণ্টায় হবে পরীক্ষা। মুখ্যমন্ত্রী এও বলেন, ‘উচ্চমাধ্যমিকে ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। বাকি বিষয়ের নম্বর স্কুলের পরীক্ষার ভিত্তিতে।’ একই সঙ্গে তিনি জানান, মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলে হবে৷ তিনি বলেন, ‘মাধ্যমিকে ৭টি মূল বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। বাকি বিষয়ে স্কুলের পরীক্ষার ভিত্তিতে পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। ৩ ঘণ্টার আবশ্যিক বিষয়ের পরীক্ষা দেড় ঘণ্টায় হবে।’ উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও বিভিন্ন বিষয়ের যত কম পরীক্ষা নেওয়া যায় সে ব্যাপারে দেখার জন্য পর্ষদকে অনুরোধ করেছেন তিনি।
সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়, বুধবার দুপুর ২টোয় পর্ষদ ও সংসদ একসঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষাসূচি ঘোষণা করবে। পাশাপাশি করোনা পরিস্থিতিতে পরীক্ষা পদ্ধতি ও খাতা দেখার বিষয়েও বিস্তারিত জানানো হবে। কিন্তু, বুধবার স্থগিত করে দেওয়া হয় এই দুই পরীক্ষার সূচি ঘোষণা। শিক্ষা দফতর সূত্রে খবর, পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটি। তারা পরিস্থিতি বিশ্লেষণ করে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টের ভিত্তিতেই হবে পরবর্তী সিদ্ধান্ত। এই কমিটিতে থাকবেন শিক্ষাবিদ, চিকিৎসক ও মনোবিদ সহ অন্য়ান্যা বিশেষজ্ঞরা। এছাড়া থাকবেন পর্ষদেরও কয়েকজন কর্মকর্তা।