করোনার আবহে জারি ছিল একাধিক বিধিনিষেধ। তারপরে সেই বিধিনিষেধ শিথিল হতেই বাঙালিরা মেলে ধরল নিজেদেরকে শারদীয়া দুর্গাপুজোর গন্ধে। এরই মাঝে অঞ্জলি দিতে গিয়ে মর্মান্তিক ঘটনার শিকার হলেন এক মহিলা। মহা অষ্টমীর দিনে প্রাণ হারালেন তিনি।
ঘটনাটি ঘটেছে চলতি সপ্তাহে সোমবারে মুর্শিদাবাদ জেলার কাটিগঙ্গা রেল ব্রিজে। এই রেল ব্রিজের কাছাকাছি অবস্থিত সন্ন্যাসীডাঙ্গা। এই এলাকারই একটি মণ্ডপে চাঁদা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রাণ হারালেন সুচিত্রা মণ্ডল নামক এক মহিলা। মৃতের পরিবারের তরফে অভিযুক্তদের শাস্তির দাবি করা হয়েছে।
এই ঘটনায় কাঠগড়ায় খোদ পুজো উদ্যোক্তাদের কমিটি। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, কমিটির সদস্যদের এক স্ত্রী ঘোষণা করেছিলেন যে, উক্ত পুজো মণ্ডপে অঞ্জলি দিত গেলে টাকা দিতে হবে। সেই দাবি মানতে চায়নি সুচিত্রা মণ্ডল। তারপরেই ঘটে বিপত্তি। মামলা হাতাহাতি পর্যন্ত পৌঁছে গেলে, এরই মাঝে মহিলা অবস্থায় মাটিতে পড়ে যান ও গুরুতরভাবে আহত হয়ে যান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।