রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকমাস বাকি। আর সেই কারণে রাজ্যে রাজনৈতিক গতিবিধি দ্রুত হারে বাড়ছে। সমস্ত রাজনৈতিক দল গুলো নির্বাচনে জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে। একদিকে তৃণমূল যেমন নিজেদের ক্ষমতা ধরে রাখতে মরিয়া। তেমনই বিজেপি প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসার জন্য উঠেপড়ে লেগেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের নির্বাচনে গোটা দেশের নজর রয়েছে।
তবে শুধু পশ্চিমবঙ্গ কেন, রাজ্যের বাইরে থেকেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সরকারের উপর একের পর এক আক্রমণ করা হচ্ছে। আর সেই ক্রমেই যোগী সরকারের মন্ত্রী একটি বিতর্কিত বয়ান দিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছেন। উনি রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইসলামিক জঙ্গি বলে আক্রমণ করেছেন।
উত্তর প্রদেশের মন্ত্রী আনন্দ স্বরুপ শুক্লা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ইসলামিক জঙ্গি” বলে আক্রমণ করেছেন। তিনি এও বলেছেন যে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশে গিয়ে শরণ নিতে হবে। উত্তর প্রদেশের পরিষদীয় দপ্তরের প্রতিমন্ত্রী স্বরুপ আনন্দ শুক্লা রবিবার বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতীয়তার প্রতি কোনও বিশ্বাস নেই। তিনি একজন ইসলামিক জঙ্গি আর তিনি পশ্চিমবঙ্গে হিন্দু দেব-দেবীদের অপমান করা এবং মন্দির ভাঙার কাজ করেছেন। তিনি বাংলাদেশের ইশারায় সমস্ত কাজ করেন।”
স্বরুপ আনন্দ শুক্লা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে লজ্জাজনক ভাবে হারবেন আর নির্বাচনের পর তিনি বাংলাদেশে গিয়ে শরণ নেবেন।” শুক্লা বলেন, ‘ভারত মাতার জয়” আর ‘বন্দে মাতরম” বলা মুসলিমদেরই ভারতে সন্মান দেওয়া হবে।