চিন্ময় ভট্টাচার্য
আমাদের ভারত, ৩০ মে: কারা হচ্ছেন মন্ত্রী? কেন্দ্রীয় মন্ত্রিসভার মহাশপথের সময় যত এগোচ্ছে, ততই অবসান ঘটছে এই জল্পনার। সূত্রের খবর, ভাবী মন্ত্রীদের নিজে ফোন করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তা থেকেই জানা গিয়েছে, বাংলার ১৮ সাংসদের মধ্যে দু’জন ডাক পেয়েছেন শাহর। তার মধ্যে একজন বাবুল সুপ্রিয়। অন্যজন হলেন দেবশ্রী চৌধুরী। শাহ নাকি তাঁদের বলেছেন বাংলা ভাষায় শপথবাক্য পাঠ করতে।
এর আগে রাজ্য থেকে সম্ভাব্য কেন্দ্রীয় মন্ত্রীদের তালিকায় নাম ভাসছিল বাবুল সুপ্রিয় ও লকেট চট্টোপাধ্যায়ের। তার মধ্যে বাবুলের নাম উঠে এসেছে পূর্ণমন্ত্রী হিসেবে। আর লকেটের নাম উঠে আসছিল সম্ভাব্য প্রতিমন্ত্রী হিসেবে। কিন্তু, শেষ পর্যন্ত শিকে ছিড়ল আটের দশকের শেষ থেকে সংঘ পরিবার এবং বিজেপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা দেবশ্রী চৌধুরীর। মুখরা দেবশ্রী, গত কয়েকদিন ধরেই দিল্লির মাটি কামড়ে পড়ে রয়েছেন। দিল্লি বিমানবন্দরে নেমে খোলামনে জানিয়েও দিয়েছিলেন সুযোগ পেলে মন্ত্রী হতে চান।
সূত্রের খবর, মূলত একটি কারণেই লকেটের মন্ত্রী হওয়া হচ্ছে না। তা হল, তাঁর রাজ্য মহিলা মোর্চার সভাপতি পদ। বর্তমান পরিস্থিতিতে সংগঠনের যে নেতা ও নেত্রীদের ছত্রছায়ায় বিজেপি দেশজুড়ে সাফল্য পেয়েছে, সেই সব মুখ কিছুতেই বদলাতে চাইছেন না বিজেপির শীর্ষ নেতৃত্ব। একই মত নাকি সংঘেরও। তার ওপর বাংলায় এবারের লোকসভায় বিজেপি অভূতপূর্ব সাফল্য পেয়েছে। তাই সংগঠনে মুখবদলের সম্ভাবনাও বেশ কম। সেই সুযোগে মন্ত্রীর কুর্সির দৌড়ে এগিয়ে গেলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী।