হলদিয়ার সভা থেকে বাংলার চাষিদের জন্য বড় ঘোষণা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন, বিজেপি সরকার এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য কৃষক সম্মাননিধি কার্যকর তো হবেই সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জন্য যে টাকা তাঁরা পাননি সেই বকেয়াও দেবে কেন্দ্র। বৃহস্পতিবার বাংলায় এসে আরও বড় বড় বৈশ্য কয়েকটি ঘোষণা করলেন অমিত শাহ।
তাতে যেমন সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা রয়েছে তেমনই রয়েছে মহিলাদের অধিকার, পর্যটন, মৎস্যজীবীদের জন্য ঘোষণা।
গঙ্গাসাগরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র করা হবে
এদিন কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে অমিত শাহ বলেন, বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হলেই গঙ্গাসাগরে কেন্দ্রীয় সরকারের সমস্ত পর্যটন যোজনা বলবৎ করা হবে।
তাঁর কথায়, “এই পুণ্যস্থানের হাল দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তবে বাংলায় বিজেপির সরকার হওয়ার পর এই জায়গাকে আমরা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে উত্তরণ ঘটাব।”
সপ্তম বেতন কমিশন বলবৎ হবে
বাংলার আর্থিক দুর্দশা, সরকারি কর্মচারী, পার্শ্বশিক্ষকদের দাবিদাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শানানোর পাশাপাশি শাহের ঘোষণা, বাংলায় বিজেপি সরকারে এলেই সপ্তম বেতন কমিশন বলবৎ হবে।
মৎস্যজীবীদের জন্য আলাদা প্যাকেজ
গোটা বাংলার উপকূলবর্তী জেলায় লক্ষ লক্ষ মৎস্যজীবী রয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ, বাঘ-কুমিরের উপদ্রব উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা জীবিকা নির্বাহ করেন। এদিন অমিত শাহ বলেন, বিজেপির সরকার হলে মৎস্যজীবীদের জন্যও কিষান সম্মান নিধির মতো বছরে ৬ হাজার করে টাকা দেওয়া হবে।
সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ
এদিন সরকারি চাকরিতে মহিলাদের জন্য বড় ঘোষণা করেন অমিত শাহ। বাংলায় বিজেপির সরকার হলে সরকারি চাকরিতে ৩৩ শতাংশ মহিলাদের সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
উমফানের দুর্নীতি নিয়ে কমিটি
ঘূর্ণিঝড় উমফানে ত্রাণ দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে রোজই প্রায় অভিযোগ তোলেন বিরোধীরা। ইতিমধ্যে তা নিয়ে কলকাতা হাইকোর্ট কম্পট্রোলার অফ অডিটর জেনারেল তথা ক্যাগকে তদন্তের দায়িত্ব দিয়েছে। এদিন অমিত শাহ ঘোষণা করেছেন, বিজেপি সরকার এলে আম্ফান দুর্নীতির তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে।