গতকাল ডায়মন্ড হারবারের দলীয় কর্মসূচিতে গিয়ে আক্রান্ত হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) রাজ্য সফরে আসতে পারেন বলে জানা গিয়েছে। সব ঠিকঠাক চললে ১৯-২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে আসবেন তিনি। ঠিক কি কর্মসূচি নিয়ে কলকাতায় আসছেন শাহ, তা অবশ্য যায়নি। দলের সর্বভারতীয় সভাপতির ওপর হামলার ঘটনা যে বিজেপির (BJP) সর্বভারতীয় নেতৃত্ব ভালো চোখে দেখেননি, তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে। শুধু জেপি নাড্ডাই নয়, আক্রান্ত হয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় ও অনুপম হাজরা। সেকথাও জেনেছেন দিল্লির নেতারা। মনে করা হচ্ছে এই ঘটনার পাল্টা জবাব দিতেই পশ্চিমবঙ্গ সফরে আসার সিদ্ধান্ত নিয়েছেন শাহ।
এমনিতেই গত কয়েক মাস যাবৎ শুভেন্দু অধিকারীর দলত্যাগ ও বিজেপি-তে যোগদানের বিষয়ে গুঞ্জন রয়েছে। বাংলার রাজনৈতিক মহলের মতে, এই সফরেই অমিত শাহের হাত ধরে শুভেন্দু অধিকারী সহ একঝাঁক তৃণমূল বিধায়ক বিজেপি-তে যোগদান করতে পারেন। বিজেপি সভাপতির ওপর হামলার জবাব তৃণমূলের মুষলপর্ব ঘটিয়ে দিতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যেই অমিত শাহ রাজ্যে আসছেন। কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত জনরোষ বলে আখ্যা দিয়েছেন। যা বিজেপি শীর্ষ নেতৃত্ব মন থেকে মেনে নিতে পারেনি। তাই পাল্টা মোক্ষম জবাব দিয়েই এই হামলার বদলা চাইছে গেরুয়া শিবির। অন্যদিকে, ২৪ ডিসেম্বর শান্তিনিকেতন আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই সফরে কোনও রাজনৈতিক কর্মসূচিতে নেবেন না তিনি।