ফের বঙ্গ সফরে অমিত শাহ। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে গেরুয়া শিবির। আর সেই কারণে একের পর এক কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ সফরে আসছেন। শনিবারই খড়গপুরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরদিনই, রবিবার অমিত শাহের সভা রয়েছে এগরাতে। রবিবার বিকেলের দিকে রাজনৈতিক জনসভা করবেন তিনি। এদিনই বিজেপির ইস্তেহার প্রকাশের কথা রয়েছে।
বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ব মেদিনীপুরের এগরার পাল্লিঘাই স্কুল গ্রাউন্ডে এদিন সভা করবেন অমিত শাহ। তারপর তিনি মেচেদায় জেলার ডিভিশনাল অফিসে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যাবেলা ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে তিনি দলীয় ইস্তেহার প্রকাশ করবেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রকাশিত এই ইস্তেহারে একাধিক বিষয় উঠে আসতে পারে। জানা গিয়েছে, বিজেপির ইস্তেহারে সরকারি চাকরিতে মহিলাদের জন্য সুবিধার কথা থাকতে পারে। সরকারি ক্ষেত্রে মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণের প্রতিশ্রুতি থাকতে পারে ইস্তেহারে। এছাড়া তফশিলি জাতি ও উপজাতি শ্রেণি ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের জন্যও একাধিক সুযোগের কথা ইস্তেহারে থাকতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্য়েই অমিত শাহ বলেছেন রাজ্যে BJP ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন চালু হবে। এই কথাও ইস্তেহারে তোলা হতে পারে বলে মনে করা হচ্ছে।
শনিবার অমিত শাহ জানিয়েছিলেন বিজেপি যদি ক্ষমতায় আসে তবে রাজ্যের জন্য কী কী সুবিধা হবে তা ইস্তেহারে স্পষ্ট জানানো হবে। এছাড়া কেন্দ্রের কী কী যোজনা রাজ্যে আসতে চলেছে তাও ইস্তেহারে প্রকাশ করা হবে।
এদিকে শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খড়গপুরে সভা করেন। সেখানে তিনি বলেন, “আমরা দেশে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করেছি, বাংলায় সিঙ্গেল উইন্ডো হচ্ছে ভাইপো উইন্ডো।” এর পর প্রধানমন্ত্রী বলেন, “গতকাল রাতে ৫০ থেকে ৫৫ মিনিট সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে গিয়েছিল। দেশের মানুষের মধ্যে উদ্বেগ শুরু হয়ে গেছিল। আর বাংলায় ৫০ বছর ধরে বিকাশ অবরুদ্ধ হয়ে রয়েছে। প্রথমে কংগ্রেস, তারপর বাম এখন তৃণমূল রাজ্যের বিকাশ বন্ধ করে রেখেছে।”