দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ এখান থেকেই জোরাল আক্রমণ করলেন অমিত শাহ৷ কী কী বলছেন তিনি একনজরে-
- নির্বাচন কমিশন কিছু করবে বলে আশা নেই৷ প্রথম থেকে বাংলায় তারা পক্ষপাতিত্ব করছে৷
- কাল রোড শো-এর ওপরে প্রথম হামলা করেছিল তৃণমূল৷
- ভোটব্যাংকের রাজনীতির স্বার্থে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে তৃণমূল৷
- সিআরপিএফ না থাকলে রোড-শো থেকে আমার বেঁচে ফেরা মুশকিল ছিল৷
- নির্বাচনে বাংলাতেই একমাত্র হিংসা হয়েছে৷
- যত হিংসার পাঁক ছড়াবেন, ততই পদ্ম ফুটবে বাংলায়৷
- ২৩-এর বেশি আসন পেয়ে বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি৷
- গত ৬ দফা ভোটে বড় রিগিং করেছে তৃণমূল৷ যেখানে গন্ডগোল হয়েছে, সেখানে চুপ থেকে নির্বাচন কমিশন৷
২৩ তারিখের দিকে লক্ষ্য রাখুন মমতাদি, আপনার সময় শেষ হচ্ছে৷
দুদিন আগেই মমতাদি বলেছিলেন বদলা নেব৷ বিজেপির ব়্যালিতে কেরোসিন বোমা ফেলা হয়৷
মমতা দিদি আপনার এফআইএরে আমি ভয় পাই না৷
কলেজের বাইরে রাস্তায় ছিল বিজেপি কর্মীরা৷
৩০০-র বেশি আসন পেয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা ফের সরকার গড়ব৷
গেট বন্ধ ছিল, ভিতরে টিএমসির লোক ইট ছুঁড়ছিল৷ মূর্তি ছিল ঘরের মধ্যে, তালা খুলল কে?৷
বিদ্যাসাগরের মূর্তি হামলার পরেও অবিকৃত ছিল৷