শনিবার মেঘালয়ের রাজধানী শিলং-এ গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এপ্রিল-মে মাসে অসমে নির্বাচনের পরে এই প্রথমবার উত্তর-পূর্বাঞ্চলে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সেখানে থাকবেন দু’দিন। তার মধ্যে উত্তর-পূর্বের আট রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও পুলিশ প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন। রুদ্ধদ্বার ওই বৈঠকে আন্তঃরাজ্য সীমান্ত নিয়ে আলোচনা হবে বলে পর্যবেক্ষকদের ধারণা।
যে আটটি রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অমিত শাহ বৈঠক করবেন, তাদের মধ্যে আছে অসম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং সিকিম। এই রাজ্যগুলির সীমানা নিয়ে বিতর্ক রয়েছে। চলতি মাসের শুরুতেই বনভূমি নিয়ে অসম ও মিজোরামের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।
একইসঙ্গে উত্তর-পূর্ব ভারতে কোভিড সংক্রমণ বৃদ্ধি নিয়ে আলোচনা করবেন অমিত। ওই অঞ্চলের কয়েক ডজন জেলায় এখন কোভিড পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে। পজিটিভিটি রেট দাঁড়িয়েছে প্রায় ১০ শতাংশ। উত্তর-পূর্ব ভারতের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা করতে পারেন বলে জানা যাচ্ছে।
সম্প্রতি অসম পুলিশের বিরুদ্ধে ভুয়ো এনকাউন্টারের অভিযোগ তুলে জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন দিল্লির এক আইনজীবী। আরিফ জোয়াদ্দার নামের আইনজীবী তথ্য সহ অভিযোগ করেছেন, গত কয়েক মাসে ২০টির বেশি ভুয়ো এনকাউন্টারের ঘটনা ঘটিয়েছে পুলিশ। দিল্লির আইনজীবী মানবাধিকার কমিশনকে লিখেছেন, প্রতিটি ঘটনার ক্ষেত্রেই বলা হচ্ছে, পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল হেফাজতের থাকা আসামীরা। যা খুবই ছেঁদো যুক্তি। নির্দিষ্ট উদ্দেশ্যেই এই ভুয়ো এনকাউন্টার করা হচ্ছে।
আইনজীবীর বক্তব্য, বেছে বেছে সংখ্যালঘুদেরই এনকাউন্টার করা হচ্ছে। তাঁর কথায়, হিমন্ত বিশ্বশর্মা মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকে যে ভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে কাজকর্ম করছেন অসম পুলিশ সেই অনুযায়ী কাজ করছে।
পুলিশ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, বেশ কিছু জায়গায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। ড্রাগ ব্যবসায়ীকে পাকড়াও করতে গেলে ঘিরে ফেলে গুলি করার চেষ্টা হয়েছে। সেসব ঘটনায় আত্মরক্ষার তাগিদেই পাল্টা গুলি চালিয়েছে পুলিশ। এর মধ্যে কোনও সংখ্যালঘু, সংখ্যাগুরুর ব্যাপার নেই।
এর মধ্যে জানা গিয়েছে, উত্তর-পূর্ব ভারতের আট রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়ে অমিত যাবেন নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টারে। সেখানে মহাকাশ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা কেমন কাজ করছেন খতিয়ে দেখবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন সংক্রান্ত দফতরের মন্ত্রী জি কিষাণ রেড্ডি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এবং ইসরোর চেয়ারম্যান কি শিবন। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী শিলং-এর অদূরে মাওইয়ং-এ আন্তঃরাজ্য বাস টার্মিনাসের উদ্বোধন করবেন।