শারদোৎসবের আগেই পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাডডা (JP Nadda)। বৃহস্পতিবার দিল্লিতে মুকুল-দিলীপদের সঙ্গে দিল্লিতে বৈঠকে বসেছিলেন অমিত শাহ (Amit Shah)। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মেদিনীপুরের সাংসদ। এক প্রশ্নের জবাবে বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “পুজোর আগেই একবার বাংলা সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে রাজ্যে আসতে পারেন বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।” তিনি আরও বলেন, মেদিনীপুরের সাংসদ আরও বলেন, “কয়েক বছর ধরে অমিত শাহ বাংলার সংগঠন দেখছেন। মাঝে তিনি অসুস্থ থাকায় কথাবার্তা হয়নি। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। তাই তাঁকে বাংলার পরিস্থিতি জানালাম। তিনিও আমাদের কিছু পরামর্শ দিয়েছেন।”
দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “এর আগে দিল্লি ও কলকাতায় সাংগঠনিক বৈঠক হয়েছিল। তার নির্যাস আমরা কেন্দ্রীয় নেতৃত্বের সামনে রাখলাম। সংগঠনের ধাঁচা তৈরি হচ্ছে। তাই পুজোর আগে হাওয়া তোলার জন্য কিছু কর্মসূচি নেওয়া হবে। তারপর পুজোর পর ফের নির্বাচন কেন্দ্রিক আন্দোলন, সংগঠন গড়ে তোলার কাজ চলবে।” প্রসঙ্গত, পুজোর আগে রাজ্যে এসে উত্তরবঙ্গে সভা করতে পারেন অমিত শাহ। ওই সভায় থাকবেন জেপি নাডডা। একুশের বিধানসভা নির্বাচনকে ইতিমধ্যে পাখির চোখ করেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। তাই দ্রুত সাংগঠনিক রদবদল শুরু হয়েছে বিজেপি-তে। সে কথা মাথায় রেখে বিজেপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে নিয়োগ করা হয়েছে মুকুল রায়কে (Mukul Roy)। বোলপুরের প্রাক্তন সাংসদ অধ্যাপক অনুপম হাজরাকে কেন্দ্রীয় সম্পাদক ও দার্জিলিংয়ের সাংসদ রাজু সিং বিস্তাকে দলের মুখপাত্র করা হয়েছে। এই সিদ্ধান্তের পরেই পশ্চিমবঙ্গ সফরের কথা ঘোষণা করেছেন অমিত শাহ ও জেপি নাডডা।