মুকুল মারফৎ অমিত শাহকে কলকাতায় দূর্গাপুজোর উদ্বোধনের আমন্ত্রণ

কলকাতার দুর্গাপুজোর “ফোকাস” নিজেদের দিকে রাখতে লোকসভা ভোটের পর থেকেই সক্রিয় বিজেপি। প্রাথমিকভাবে কিছুটা ধাক্কা খেলেও সেই প্রচেষ্টা ভিতরে ভিতরে পুরোদমে চালাচ্ছে গেরুয়া শিবির। এবার খোদ কলকাতার একটি পুজো কমিটির তরফে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ গেল বিজেপির কাছে, তাও আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। শনিবার সন্ধ্যায় বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে দেখা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে পুজোয় প্রধান অতিথি হয়ে আসার আমন্ত্রণ জানাল লেক টেরেস ফ্রেন্ডস ক্লাবের ইউনিট ফ্রেন্ডস ইউনিয়ন। বিজেপি সর্বভারতীয় সভাপতিকে প্রধান অতিথি হিসেবে দুর্গাপুজোয় উদ্বোধনে নিয়ে আসতে চায় এই ক্লাব। সেই মর্মে অমিত শাহ’র কাছে মুকুল রায় মারফৎ সেই আবেদন পৌঁছে দিতে দেখা করে আমন্ত্রণপত্র হাতে তুলে দেন ক্লাবের সম্পাদক শুভ্রশঙ্কর বোস।

এর আগে দক্ষিণ কলকাতায় খোদ মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে কালীঘাট সংঘশ্রীর পুজো নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে বিজেপি, এমনই অভিযোগ করেছিল তৃণমূল। কিন্তু পরে আসরে নেমে মুখ্যমন্ত্রী ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় সেই পুজো তৃণমূলের দখলে নিয়ে আসেন। বিজেপির বিরুদ্ধে দুর্গাপুজো নিয়ে জোর জবরদস্তির রাজনীতির অভিযোগ তুলেছিল তৃণমূল। সেই সূত্র ধরেই সাংবাদিকদের উদ্দেশ্য করে মুকুলের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ” আমি কিন্তু পুজো নিয়ে কোনও রাজনীতি করছি না। আপনারা সবাই দেখে নিন, পুজো কমিটির লোক নিজেই এসেছেন আমন্ত্রণপত্র সঙ্গে নিয়ে। অমিতজিকে সেটা আমি পৌঁছে দেব।”

প্রসঙ্গত, কলকাতা শারদোৎসবে বিজেপিকে জমি ছাড়তে নারাজ তৃণমূল। দুর্গাপূজা মারফত জনসংযোগের এই কৌশল নিজেদের হাতছাড়া করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেই কারণেই অন্তরালে তৃণমূল নেতারা প্রায় কলকাতার সমস্ত পুজো কমিটির সঙ্গে কমবেশি যুক্ত হয়ে পড়েছেন। কিন্তু মুকুল রায় মারফৎ সরাসরি অমিত শাহকে আমন্ত্রণ পাঠিয়ে লেক টেরেস ফ্রেন্ডস ক্লাবের ইউনিট ফ্রেন্ডস ইউনিয়ন যেন কিছু অস্বস্তি বাড়িয়ে দিল বাংলার শাসক দলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.