মঙ্গলবারে তোলপাড় হয়ে কলকাতা ও হাওড়া চত্বর। এরপরেই জানা গেছে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্যের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোনে বার্তালাপ হয়েছে। একবার নয়, দুইবার কথা হয়েছে বলে দাবি করা হয়েছে। মঙ্গলবারেই সাংবাদিকদ বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন, “দলের নেতা অমিত শাহ আমাকে দু’ বার ফোন করে পরিস্থিতি জানতে চেয়েছেন। দলের থেকে আমরা তো স্বরাষ্ট্র মন্ত্রকে অভিযোগ জানাতে পারি না। তবে নিশ্চয়ই দলের সাংসদ এবং দলের সর্বভারতীয় নেতাকে সমস্ত বিষয়ে জানানো হয়েছে”।
সুকান্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “সারা রাজ্যে আন্দোলনরত বিজেপি কর্মীদের আটকে রাখা আদালত অবমাননা বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। তাই আগামিকাল আদালতে যাবে বিজেপি আদালত অবমাননার মামলা করার জন্য রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে। কালা দিবস পালন নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে”।
একইসঙ্গে তিনি বিজেপির পরবর্তী কর্মসূচীর কোথাও উল্লেখ করেন। তিনি বলেন, ” পুজোর আগে আর বড় আন্দোলন নয়, তবে ছোটখাটো আন্দোলন হতে পারে এবং আদালতে তো আমাদের যেতেই হবে। লালবাজারে ফেসবুক লাইভ বেআইনি হলে পুলিশ কেন পদক্ষেপ নিল না? বিরোধী দলনেতা যখন অভিযোগ করেছেন তখন নিশ্চয়ই কোন কারণ আছে। আমি ফেসবুক লাইভ দেখিনি। তবে পুলিশ আধিকারিকরা যদি কোনও অন্যায় করে থাকেন তা হলে তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত”।