এক্স-রে রিপোর্টে ডান হাতে চিড় পাওয়া গেল মুকুল রায়ের। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাডডার (JP Nadda) সঙ্গে আক্রান্ত হন মুকুল রায় (Mukul Roy)। তৃণমূল কর্মীদের ছোঁড়া থান ইটের আঘাতে হাতে গুরুতর চোট পান তিনি। শুক্রবার সকালে তাঁর শারিরীক অবস্থার খবর জানতে ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দু’জনের মধ্যে সাত মিনিট কথা হয় বলে জানা গিয়েছে। ডায়মন্ড হারবারে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে মুকুলের কাছে জানতে চান শাহ। সূত্রের খবর, আগামী ১৯-২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে আসবেন অমিত শাহ। সেই সফর প্রসঙ্গে কথা হয় দু’জনের মধ্যে।
গতকাল সন্ধ্যায় আক্রান্ত হওয়ার ছবি দিয়ে নিজের ফেসবুক পেজে ক্ষোভ উগরে দেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি। রাতে এক্স-রে তাঁর। ডান হাতের চারটি আঙুলে চোট পান তিনি। রাতে যন্ত্রনা বেড়ে যাওয়ায় হাতের আংটি কেটে বের করতে হয়। গত কয়েক মাস ধরে শরীর ভালো নেই মুকুল রায়ের। প্রথমে চোখে অপারেশন হয়, সম্প্রতি আবার তাঁর গলব্লাডার অপারেশন হয় তাঁর। শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ না হয়ে দলীয় কাজে নেমে পড়েন মুকুল রায়। কিন্তু, গতকাল নিজের হাতে তৈরি দলের কর্মীদের হাতেই গুরুতর আঘাত পেয়েছেন তিনি।