আজ রাতেই কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রাতে নিউটাউনের হোটেলে থাকতেন তিনি। এমনকি রাতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু সব ভেস্তে গেল। রাজ্য সফরে আসছেন না অমিত শাহ। রাজধানী দিল্লীতে ইসরাইলের দূতাবাসের সামনে বি’স্ফো’র’ণের পর ওনার সফরসূচি বদল হয়েছে।
৩০ তারিখ বনগাঁ আর ৩১ তারিখ হাওড়ায় সভা হওয়ার কথা ছিল অমিত শাহের। সেগুলোও বাতিল হয়েছে। ৩১ তারিখ হাওড়ায় অমিত শাহের সভায় অনেক তৃণমূল নেতা, বিধায়কের যোগ দেওয়ার কথা ছিল। আপাতত সেসব স্থগিত। জানা গিয়েছে যে, দিল্লী থেকে অন্য কোনো বড় নেতা এসে ওনাদের হাতে বিজেপির পতাকা তুলে দেবেন। তবে আপাতত অমিত শাহের বঙ্গ সফর বাতিল। আর এতে হতাশ রাজ্য বিজেপির নেতা ও কর্মীরা।
জানা গিয়েছে যে, সুরক্ষার কারণে এই সফর বাতিল হয়েছে। ওনার আগামী সফরের দিনক্ষণ এখনো ঠিক হয়নি।