প্রথম দফার ভোটের আগে পূর্ব মেদিনীপুরের এগরায় সভা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তৃতার লাইভ হাইলাইটস-
- ৩৪ বছর ধরে বামেরা শাসন করেছে। তার পর ১০ বছর তৃণমূল শাসন করেছে। পরিবর্তন হয়েছে কি বাংলার? আপনারাই বলুন।
- বাংলায় অবৈধ অনুপ্রবেশ বন্ধ হয়েছে কি! মমতা বন্দ্যোপাধ্যায় কি বন্ধ করতে পেরেছেন? বাংলায় বিজেপি সরকার এলে বেআইনি অনুপ্রবেশ বন্ধ হবে।
- বাংলায় দুর্গাপুজোর বিসর্জনে বাধা দেয় কিনা! সরস্বতী পুজো করতে বাধা দেয় কিনা। শিক্ষকরা চাকরি চাইতে গেলে পুলিশ গুলি চালায় কিনা!
সব কাজে এখানে কাটমানি দিতে হয়। আর মমতাদিদি বলে পাঁচশ টাকা নিয়েছে তো কী হয়েছে। আপনার ব্যাপার আলাদা। ভাইপোর টাকা আপনার কাছে আসে। কিন্তু গরিব মানুষের কাছে ৫০০ টাকাই অনেক। বিজেপি ক্ষমতায় এলে কারও ৫ আনাও যাবে না। - পঞ্চায়েতের ভোট হয়েছে। আপনাদের ভোট দিতে দেয়নি। আপনারাই বলুন ভোট শান্তিপূর্ণ হওয়া উচিত কিনা। কিন্তু এ বার নির্ভয়ে ভোট দেবেন। দিদির গুণ্ডারা কাউকে আটকাতে পারবে না। দিনের রাতের চাঁদ দেখবে।
মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান, আর নরেন্দ্র মোদী বাংলাকে সোনার বাংলা বানাতে চান। এখন বলুন কোনটা চান?