দুর্গাপুজোর উদ্বোধন করতে কলকাতায় আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ (Amit Shah)। আগামী ১-২ অক্টোবর দু’দিনের সফরে রাজ্যে আসবেন তিনি। মঙ্গলবার রাজ্য দফতরে কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে একটি বৈঠক হয়। এদিন দিল্লিতে অমিত শাহের দফতর থেকে রাজ্য বিজেপির পক্ষ থেকে ১-২ অক্টোবর রাজ্যে আসার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল। এদিনের বৈঠকে অমিত শাহের রাজ্য সফর নিয়ে চুড়ান্ত রূপরেখা তৈরি করা হয়েছে।
সম্প্রতি বিজেপি নেতা মুকুল রায়ের (Mukul Roy) সঙ্গে দেখা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে পুজোয় প্রধান অতিথি হয়ে আসার আমন্ত্রণ জানান লেক টেরেস ফ্রেন্ডস ক্লাবের ইউনিট ফ্রেন্ডস ইউনিয়ন। বিজেপি সর্বভারতীয় সভাপতিকে প্রধান অতিথি হিসেবে দুর্গাপুজোয় উদ্বোধনে নিয়ে আসতে চায় এই ক্লাব। সেই মর্মে অমিত শাহ’র কাছে মুকুল রায়ের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন ক্লাবের সম্পাদক শুভ্রশঙ্কর বোস। মুকুল রায় সেই আবেদনপত্র পৌঁছে দিয়েছিলেন অমিত শাহের দফতরে। সূত্রের খবর সেই আবেদনে সাড়া দিয়েই কলকাতায় আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
পুজোর উদ্বোধনের পাশাপাশি, এনআরসি নিয়ে একটি আলোচনা সভাতেও যোগ দেবেন বিজেপি সভাপতি। করতে পারেন সাংগঠনিক বৈঠকও। সম্প্রতি বিজেপির সাংগঠনিক নির্বাচন শুরু হয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত সেই নির্বাচন চলবে। মূলত সংগঠন কিভাবে চলছে, এবং আগামী দিনে কোন পথে চলবে, তা নিয়েই রাজ্যের নেতাদের সঙ্গে ওই সময় বৈঠক করবেন অমিত শাহ।
জয় ঘোষ