মন্দিরে যাওয়ার পথেও কালো পতাকা দেখানো হয় তাঁকে। পুলিশ অবশ্য এদিন সকাল থেকেই সক্রিয় ছিল। দর্শনার্থীদের উপরেও ছিল নিষেধাজ্ঞা। এলাকার সমস্ত দোকানও বন্ধ রাখা হয়।

 একদিনের সফরে অনেক কর্মসূচি। রবিবার প্রথমে রাজারহাটে এনএসজি (NSG) -র দফতর উদ্বোধনের পরে শহিদ মিনারে সমাবেশ। আর সেখান থেকে সোজা চলে যান কালীঘাটে (Kalighat)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাড়ায় দেবী দর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এর আগে তিনি অনেকবার কলকাতায় এলেও এই প্রথমবার তিনি কালীঘাট (Kalighat) দর্শনে গেলেন। মায়ের পায়ে অর্পণ করলেন বেনারসি শাড়ি। সঙ্গে অন্য ফুলের পাশাপাশি দেবীকে পরালেন পদ্মফুলের মালা।

অমিত শাহ (Amit Shah) এদিন কলকাতায় পৌঁছনোর পর থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বাম ও কংগ্রেস সমর্থকরা। কালো পতাকা দেখানোর পাশাপাশি ‘গো ব্যাক’ স্লোগানও উঠেছে রাস্তায় রাস্তায়। সেটা হল কালীঘাটেও (Kalighat)। তবে কড়া নিরাপত্তা থাকায় বিক্ষোভকারীরা স্বরাষ্ট্রমন্ত্রীর ধারেকাছে আসতে পারেনি। তবে মন্দিরে যাওয়ার পথেও কালো পতাকা দেখানো হয় তাঁকে। পুলিশ অবশ্য এদিন সকাল থেকেই সক্রিয় ছিল। দর্শনার্থীদের উপরেও ছিল নিষেধাজ্ঞা। এলাকার সমস্ত দোকানও বন্ধ রাখা হয়।

এদিন অমিত শাহের সঙ্গে কালীঘাটে পুজো দিতে যান রাজ্য বিজেপি (BJP) সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) , কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়রা। নিয়ম মেনে পুজো দেন অমিত শাহ। প্রদীপ হাতে আরতিও করেন দেবীমূর্তিকে। এর পরে কালী মাকে চার রকম ফুলের মালা অর্পণ করেন। বেল, অপরাজিতা, জবা ও পদ্মফুলের মালা পরান স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে একটি বেনারসি শাড়িও দেন। পুজো দেওয়ার পরে মন্দিরে দাঁড়িয়েই অমিত শাহের হাতে একটি কালীমায়ের ছবি উপহার দেন দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.