প্রাথমিক স্কুলের জায়গা জবরদখল করে দখল নিয়ে পার্টি অফিস তৈরি করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিষয়টি নিয়ে হস্তক্ষেপের দাবি তুলে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, অবর বিদ্যালয় পরিদর্শক এবং থানার অফিসার ইনচার্জকে চিঠি দিলেন প্ৰধান শিক্ষক।
স্কুলের জমি দখল করে পার্টি অফিস নির্মাণের এই অভিযোগ উঠেছে সামসেরগঞ্জ থানার ধুলিয়ান চক্রের অন্তর্গত গাজিনগর মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর মালঞ্চা প্রাথমিক বিদ্যালয়ে। যদিও এই অভিযোগ সামনে আসার পরেই মঙ্গলবার থেকে স্থগিত রাখা হয়েছে ওই পার্টি অফিসের নির্মাণ কাজ। জানা গিয়েছে, স্থানীয় গাজিনগর মালঞ্চা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্ৰধান উত্তম সাহার তত্বাবধানে মালঞ্চা প্রাথমিক স্কুলের পাশেই গড়ে উঠছিল তৃণমূলেরএই পার্টি অফিস। যেই নির্মাণের অর্ধেক অংশই রয়েছে স্কুলের জায়গায়।
অভিযোগ, প্ৰধান শিক্ষক বাধা দিলেও তাঁকে তোয়াক্কা না করেই পার্টি অফিসের নির্মাণ কাজ অব্যাহত থাকে। ইতিমধ্যেই পার্টি অফিস তৈরির কাজ অনেকটা হয়ে গিয়েছে। ভিত পড়ে গিয়েছে নির্মাণের। আর এই প্রেক্ষিতেই প্রধান শিক্ষক চিঠি দিয়ে অভিযোগ জানালেন তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষকে।