বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মিনাখাঁর তেলিনিপাড়া এলাকায়। যে বিজেপি কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না তাঁর নাম ভানু ভুঁইয়া। তিনি ৮০ নম্বর বুথের পোলিং এজেন্ট ছিলেন বলে বিজেপি জানিয়েছে।
ওই এলাকারই আর একটি বুথের বিজেপির এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওই পোলিং এজেন্টই অভিযোগ করেছেন, “ওরা ৭০-৮ জন মিলে এসে আমাকে মারল। তারপর ভানুকে তুলে নিয়ে চলে গেল।” সকাল ১১টা পর্যন্ত ওই বিজেপি এজেন্টের কোনও খোঁজ নেই বলে জানা গিয়েছে। গোটাটা কমিশনকে জানিয়েছেন মিনাখাঁর বিজেপি প্রার্থী। তবে প্রার্থী নিজেও ৮০ নম্বর বুথ এলাকায় ঢুকতে পারছেন না বলে অভিযোগ। গেরুয়া শিবিরের বক্তব্য, তৃণমূল পুরো এলাকা ঘিরে রেখেছে। কমিশনকে জানিয়েও লাভ হচ্ছে না।
একটা সময় এই মিনাখাঁ ছিল সিপিএমের দোর্দন্ডপ্রতাপ। পরে তা তৃণমূলের শক্ত ঘাঁটিতে পরিণত হয়। বিজেপির বক্তব্য, মিনাখাঁর বিভিন্ন বুথ থেকে বিরোধী এজেন্টদের বের করে দিয়ে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, বিজেপি অর্ধেক জায়গায় এজেন্ট দিতে পারেনি। তাই এইসব অভিযোগ করে সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করছে।