শুক্রবার মধ্যরাতে শ্রীরামপুরের সিমলা কালীতলার উত্তর মণ্ডলপাড়া এলাকার বিজেপি কর্মী প্রবীর বৈদ্যর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। ওই বিজেপি কর্মী জানান, রাত ১২ টা নাগাদ বাড়ির সদস্যরা ঘুমিয়ে পড়ার পর বাড়িতে আগুন লাগে। জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে তাঁদের। এই গন্ডগোলে স্থানীয় তৃণমূলের লোকজনও জড়িত আছে।
বাড়িতে আগুন লাগার ঘটনায় প্রবীর বৈদ্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে আঙুল তুলেছেন। তিনি বলেন, ‘বগটুইয়ের মতোই ঘুমের মধ্যে আমার পরিবারের সকলকে পুড়িয়ে মারার চক্রান্ত করা হয়েছিল’।
রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার পুলিশ। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বিজেপি কর্মীর বাড়ির একাংশ আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। বিজেপি নেতা মনোজ সিং অভিযোগ করেন, ‘পঞ্চায়েত ভোটের আগে এভাবেই বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে। ঠিক সময়ে জানতে না পারলে শুক্রবার রাতে শ্রীরামপুরে দ্বিতীয় বগটুই ঘটে যেত। দমকল এসে পড়ায় কেউ হতাহত হয়নি। এইভাবে ভয় দেখিয়ে আগুন জ্বালিয়ে কিছু করা যাবে না। মানুষ এর জবাব দেবে’।