পঞ্চম দফার ভোটের শুরু থেকেই একাধিক গণ্ডগোলের খবর এসেছে। বাদ যায়নি হাওড়ায়। বুথ দখল থেকে বাড়ি বাড়ি হুমকি এবং বিরোধী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
বালি বয়েজ স্কুলে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তুলল বিজেপি। তাদের অভিযোগ, এজেন্টকে বাইরে বার করে দিয়ে বুথ দখল করে নিয়েছে শাসক দল। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের।
মধ্য হাওড়ায় ৩৬ নম্বর ওয়ার্ডে বিজেপি এজেন্টকে মেরে বুথ বার করে দ৩এওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে বিজেপি এজেন্ট পশুরাম বর্মার দাঁত ভেঙে গিয়েছে। রক্তাক্ত অবস্থায় ওই বিজেপি এজেন্টকে নিয়ে যাওয়া হয়েছে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে।
উত্তর হাওড়ার সালকিয়া বামনগাছি-সহ একাধিক এলাকায় তৃণমূলের বিরুদ্ধে বিরোধী দলগুলির অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে। বেরোতে দেওয়া হচ্ছে না ভোটারদের। ৭ নম্বর ওয়ার্ডের একাধিক লজে ক্যাম্প করেছে তৃণমূল। বুথের অনেকটা আগে থেকেই ভোটার দের বাড়ি ফিরিয়ে দেওয়ার অভিযোগ তুলছে বিজেপি, সিপিএম।