ওয়েস্ট বেঙ্গল জিমনাস্টিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ৬৯ তম রাজ্য জিমনাস্টিক্স প্রতিযোগিতায় বড় সাফল্য পেল আলিপুরদুয়ার কামাখ্যাগুড়ির ছেলে তন্ময় রায়। গত ২১ এপ্রিল হুগলির কোন্নগরে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সিনিয়র গ্রুপের ফ্লোর এক্সারসাইজ বিভাগে প্রথম হয়েছে তন্ময়। কামাখ্যাগুড়ির দক্ষিণ নারারথলি এলাকার বাসিন্দা তন্ময় ডিএলএডে পাঠরত। ঘরের ছেলের এত বড় সাফল্যে খুশি কামাখ্যাগুড়ি এলাকায় বাসিন্দারা। জানা গিয়েছে, আগামী ৩-৫ মে পুনেতে অনুষ্ঠিত হতে চলা জাতীয় জিমনাস্টিক্স প্রতিযোগিতায় অংশ নেমে প্রত্যন্ত এলাকার ছেলেটি। কামাখ্যাগুড়ি হাই স্কুলের প্রাক্তন ছাত্র তন্ময়ের এই সাফল্যে খুশি তার স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। তন্ময়ের বাবা সুশীল রায় নিজেই জিমনাস্টিক্স প্রশিক্ষক। তিনি বলেন, ছেলের এই সাফল্যে খুবই ভালো লাগছে। রাজ্য জিমনাস্টিক্স প্রতিযোগিতায় সফল তন্ময় জানায়, ছোটো বেলা থেকেই জিমনাস্টিক্সের সাথে আমি যুক্ত। বাবার কাছ থেকেই প্রশিক্ষণ নিয়েছি। উপযুক্ত পরিকাঠামো না থাকা সত্ত্বেও পড়াশোনার পাশাপাশি জিমনাস্টিক্স চালিয়ে গেছি। এর আগে জেলাস্তরেও সফল হয়েছি। সবার আশীর্বাদে জাতীয় স্তরের সফল হব বলে আশা রাখি। সেই লক্ষ্যে প্রস্তুতিও চলছে।
2019-04-25