পশ্চিমবঙ্গে ব্যাপক ডালপালা ছড়িয়েছে আল কায়দা। প্রায় প্রত্যেক জেলাতে গড়ে তুলেছে নিজস্ব মডিউল। রয়েছে স্লিপার সেল। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল গোয়েন্দা রিপোর্টে। রাজ্য থেকে আল কায়দা জঙ্গি ধরা পড়ছিল। কিন্তু তাই বলে গোটা রাজ্যই যে জঙ্গিদের বিচরণক্ষেত্র হয়ে উঠেছে তা জানা গেল এই প্রথম।
গোয়েন্দারা আপাতত তিনটি মডিউলের সন্ধান পেয়েছে। তার মধ্যে একটি দুই ২৪ পরগনা, একটি হাওড়া এবং তৃতীয়টি উত্তরবঙ্গে। আল কায়দার উপমহাদেশীয় শাখার (আল কায়দা-ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা একিউআইএস) চার সদস্য গ্রেফতার হওয়ার পরেই গোয়েন্দাদের সামনে এসেছে জঙ্গি সংগঠন বিস্তারের তথ্য।
গোয়েন্দা সূত্রের খবর, ধৃতদের জেরা করে তিনটি মডিউলের অন্তত ১৯ জনের নাম মিলেছে। এদের মধ্যে ৬ জন ধরা পড়েছে। এর মধ্যে অন্তত আবু তালহা-সহ তিন জন দক্ষিণ এশিয়ায় আল কায়দা সংগঠনের চাঁই বলে দাবি করছেন গোয়েন্দারা। তবে ওই তিন জন বাংলাদেশি নাগরিক। সীমান্ত পেরিয়ে এ দেশে ঢুকেছে তারা।
এক গোয়েন্দা কর্তার মতে, এ রাজ্যের বিভিন্ন জেলা থেকে দেশের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকেরা যান। অতীতে দেখা গিয়েছে, জঙ্গি সংগঠনের সদস্যেরা আত্মগোপন করার জন্য ওই পরিযায়ী শ্রমিকের দলে ভিড়ে গিয়েছে। আবার অনেক সময়ে ওই দলে মিশেও ক্রমাগত মৌলবাদী এবং জঙ্গি ভাবধারা প্রচার করতে থাকে তারা। প্রায় তিন বছর আগে থেকে এ রাজ্যে সংগঠনের সলতে পাকানো শুরু করেছিল আল কায়দা। প্রশাসনের নাকের ডগায় কাজ করত তাঁরা। কিন্তু টের পাওয়া যায়নি কিছুই।