আজ অক্ষয় তৃতীয়া, বৈশাখের শুক্লা তৃতীয়া।
এই দিনে জন্ম শ্রীবিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের। বেদব্যাস গণেশকে সঙ্গে নিয়ে আজকের তিথিতে মহাভারত রচনার শুভারম্ভ করেছিলেন। এদিনে সত্যযুগের শেষ আর ত্রেতাযুগের শুভারম্ভ। ভগীরথ এইদিনে শিবের জটাজাল থেকে গঙ্গার পবিত্র জলধারাকে মর্ত্যে আনয়ন করেছিলেন। আজকের দিনেই কুবেরের তপস্যায় তুষ্ট হয়েছিলেন দেবাদিদেব মহাদেব। তিনি কুবেরকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। অর্থাৎ কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল আজকের দিনে, তাই অনেক ব্যবসায়ী এই দিনে হালখাতায় হিসেবের কাজ শুরু করেন। এদিনে বৈভব-লক্ষ্মীর পুজো করে মানুষ বৈভবশালী হতে চান। আজকের দিনেই পুরীর জগন্নাথ মন্দিরে রথনির্মাণের কাজ শুরু হয়। আজ দেবী অন্নপূর্ণার জন্মদিন। সুদামার দ্বারকা গমন ও কৃষ্ণ সাক্ষাৎ-লাভ হয়। আজকের দিনে দ্রৌপদীর বস্ত্রহরণ হয় এবং কৃষ্ণ কর্তৃক সম্মান রক্ষিত হয়েছিল। আজকের দিন থেকে কেদার-বদ্রী-গঙ্গোত্রী-যমুনোত্রীর মতো তীর্থ দর্শন শুরু হয়। এই দিনেই দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগ ঘটেছিল এবং ধূমাবতীর সৃষ্টি হল।
শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
2020-04-26