ওয়েইসির মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) বিহারে ২০টি আসনে লড়ে ৫টি আসন দখল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেজায় চাপে ফেলে দিয়েছে। পশ্চিমবঙ্গের লাগোয়া বিহারের আটটি বিধানসভা কেন্দ্র রয়েছে। কিষাণগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার জেলার এই আটটি আসন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর বা মালদহের লাগোয়া। বিহারে এমআইএম সেই আটটি আসনেই লড়াই করেছে। বিহারের ভোটের ফল বলছে, এমআইএম যে পাঁচটি আসনে জিতেছে, তার মধ্যে এই এলাকার চারটি আসন রয়েছে। এর মধ্যে কিষাণগঞ্জের কোচাধামন, পূর্ণিয়ার অমৌর, বৈসি বাংলার উত্তর দিনাজপুর লাগোয়া। কাটিহারের বাহাদুরগঞ্জ উত্তর দিনাজপুর ও মালদহ লাগোয়া। সেটিও এমআইএম জিতে নিয়েছে। ফলে এমন কংগ্রেসের সংখ্যালঘু ভোটব্যাংকে আগামী একুশের বিধানসভা নির্বাচনে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকরা।

বিহারের ভোটের ফলাফল দেখি এমআইএম নেতা আসাউদ্দিন ওয়াইসি ঘোষণা করে দিয়েছেন একুশের পশ্চিমবঙ্গ ও ২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে তাঁর দল। লোকসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট করে দিয়েছে এ রাজ্যের তৃণমূল কংগ্রেসের (TMC) মূল ভোটব্যাঙ্ক সংখ্যালঘুরাই। তাই সেই ভোটব্যাঙ্ক ধাক্কা খেলে পশ্চিমবঙ্গের মসনদে তৃতীয় বারের জন্য প্রত্যাবর্তন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অধরাই থেকে যাবে তা ভালই বোঝে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি গতকাল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিদ্রোহ তৃণমূল নেতৃত্বকে রীতিমতো দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। সঙ্গে বিহারে বিজেপির (BJP) আশাতীত সাফল্য বাংলা নির্বাচনে গেরুয়া শিবিরকে অক্সিজেন দেবে সেই বিষয়টিও মাথায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের।

এক্ষেত্রে ভোটগুরু তথা তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে আরও বেশি ভাবনা চিন্তা করতে হবে বলেই মনে করছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল। এমআইএমের সঙ্গে আরও একটি বিষয় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূল নেতৃত্বের। ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী আব্বাস সিদ্দিকীও নিজের রাজনৈতিক দল নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার কথা ঘোষণা করে দিয়েছেন। সূত্রের খবর, তিনি আবার বাম ও কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়ে আলোচনা চালাচ্ছেন। এমআইএম ও আব্বাস সিদ্দিকীর বিধানসভা নির্বাচনে উপস্থিতি মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে গোদের ওপর বিষফোঁড়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.