উদ্ভাবন এবং স্টার্টআপকে প্রতিটা গ্রামে পৌঁছে দিলে উপকৃত হবে ছোট কৃষকরা। এতে করে কৃষিকাজে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। এমন ধরনের আয়োজন থেকে শক্তিশালী হয়ে উঠবে দেশের কৃষি ক্ষেত্র। বৃহস্পতিবার এগ্রি ইন্ডিয়া হ্যাকাথনের প্রথম সংস্করণ এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। এদিন কৃষিমন্ত্রী জানিয়েছেন, কৃষি ক্ষেত্রকে বিকশিত করার লক্ষ্যে উদ্ভাবন এবং নতুন দৃষ্টিকোণের সহযোগিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এগ্রি ইন্ডিয়া হ্যাকাথনের পরামর্শ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী মনে করেন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কৃষি ক্ষেত্রের বিভিন্ন সমস্যার উপর আলোকপাত করে তা সমাধান করা সম্ভব। সেই কারণেই এই হ্যাকাথনের আয়োজন করা হয়েছে। দেশের যুব সমাজ উদ্ভাবন দিয়ে যে স্টার্টআপ গড়ে তুলবে তাতে করে কৃষি ক্ষেত্র নতুন বল পাবে। কৃষি ক্ষেত্রে সমস্যাগুলি এখনো বিদ্যমান তার সমাধান করা যাবে। কৃষকদের আয় এবং সার্বিক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এর আয়োজন করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং পুসা কৃষির আই সি এ আর – আই এ আর ওয়াই দ্বারা যৌথভাবে এই কার্যক্রমের আয়োজন করা হয়।
2020-12-31