অন্যান্য দিনের মতো কাজ চলছিল ব্যস্ততম গুলশন এলাকার সংযুক্ত আরব আমিরশাহীর ভিসা সেন্টারে। দুবাই যাওয়ার ভিসা এখান থেকেই নিতে আসেন বাংলাদেশিরা। বুধবার দুপুরে সেই ভবনে প্রবল বিস্ফোরণ হয়।
বিবিসি জানাচ্ছে, গুলশন এলাকার আমিরশাহীর দূতাবাসের ভিসা পকার্যালয়ে একটি বিস্ফোরণে অন্ততঃ এক জনের মৃত্যু হয়েছে। ছয় জন জখম হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে বেসরকারি হাসপাতালে।
ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটির সহকারী পুলিশ কমিশনার দেবাশিস কর্মকার বিবিসি কে জানিয়েছেন, কয়েকজন আহত হয়েছেন। গুলশন এলাকার অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ জানাচ্ছেন, বোমা নিষ্ক্রিয়করণ দলও সেখানে গিয়েছে।
তিনি বলছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির বিস্ফোরণ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দমকল বিভাগের কর্মকর্তা আবুল কালাম আজাদ বলছেন, এসির মেরামত করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এক মেরামত কর্মী ঘটনাস্থলেই মারা গেছেন।
ঢাকার গুলশন ২ নম্বর এলাকায় এম্পোরি ফাইনান্সিয়াল সেন্টার নামে একটি বহুতল ভবনের একটি তলায় ছিল সংযুক্ত আরব আমিরশাহীর এই ভিসা প্রসেসিং সেন্টার। তবে আমিরশাহীর মূল দূতাবাস ভবন এই এলাকায় নয়।