একের পর এক দুর্নীতির মামলায় জড়িয়ে পড়ছে রাজ্যের শাসকদল। সম্প্রতি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ। এবার গত বছর ১১ই ডিসেম্বর তারিখে আয়োজিত প্রাথমিক টেটের চাকরির পরীক্ষাকে কেন্দ্র করে কাঠগড়ায় তাঁর নাম। ইডি সূত্রে দাবি করা হয়েছে, উক্ত পরীক্ষার কয়েকশ পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ও ওএমআর শিট কুন্তলের বাড়িতে পাওয়া গেছে।
চলতি সপ্তাহে জানুয়ারি মাসে ২০ তারিখে ইডি কুন্তল ঘোষের লেকটাউনের ২টি ফ্ল্যাটে তল্লাশি চালায়। ইডির তরফে জানানো হয়েছে যে, প্রায় ২৭ ঘণ্টা ধরে চলে তল্লাশি চলা এই অভিযানে একাধিক নথি ও ডায়েরি উদ্ধার হয়। তল্লাশি অভিযান শেষে গ্রেফতার করা হয় কুন্তল ঘোষকে।
সেই তল্লাশি অভিযানেই উদ্ধার হওয়া নথি প্রসঙ্গে এবার ইডির তরফে জানানো হল খবর। জানা গেছে, ওইদিন তল্লাশিতে ২০২২ সালের ১১ ডিসেম্বরের পরীক্ষার শয়ে শয়ে পরীক্ষার্থীর ওএমআর শিট, অ্যাডমিট কার্ডের প্রতিলিপি ও ডিএলএড সার্টিফিকেট পাওয়া গেছে।