আট দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়৷ বুধবার দুপুরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে৷ আপাতত সুস্থ থাকলেও চিকিৎসকরা তাঁকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন৷
১৩ অগাস্ট হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এই বর্ষীয়ান অভিনেতা৷ শ্বাসকষ্ট হওয়ায় তাকে রুবিতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷
শ্বাসনালীতে সংক্রমণের পাশাপাশি রক্ত সোডিয়াম, পটাশিয়ামের মাত্রা কমে গিয়েছিল তাঁর৷ নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। ৭ সদস্যের এক মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণে তিনি৷ সোমবার আইসিইউ থেকে জেনারেল কেবিনে তাঁকে দেওয়া হয়েছিল৷
হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়েই, তৎক্ষণাৎ বর্ষীয়ান এই অভিনেতার সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সুস্থ হলে তাঁর সঙ্গে দেখা করতে আসবেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন ছিল দেশের শিল্পীমহল। শুক্রবারই সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে হাসপাতালে দেখা করতে যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
বর্তমানে ৮৪ বছর বয়স সৌমিত্র চট্টোপাধ্যায়ের। প্রবীণ অভিনেতা অসুস্থ থাকায় উদ্বেগে ছিল তার পরিবার, ভক্তরা৷ অবশেষে স্বস্তি পেলেন তাঁরা৷ তবে এখনই কাজে ফিরতে পারবেন না তিনি। চিকিৎসকদের পরামর্শ মতো বাড়িতেই বিশ্রাম নেবেন এই বিশিষ্ট অভিনেতা।