কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেলেন আচার্য, কিন্তু তাঁকে স্বাগত জানাতে কাউকে পাওয়া গেল না!
প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেনেটের বৈঠকে যোগ দিতে রাজ্যপাল তথা আচার্যর আজ বুধবার কলেজ স্ট্রিট ক্যাম্পাসে যাওয়ার কথা ছিল। অন্যদিকে মঙ্গলবার বিকেলে আচমকাই ‘অনিবার্য কারণ’ দেখিয়ে সেই বৈঠক স্থগিত করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তথাপি বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে যান জগদীপ ধনকড়। তবে তাঁকে স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয়ের তরফে উপস্থিত ছিলেন না কেউই। এদিন তিনি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার ঘুরে দেখেন। তবে সৌজন্যের খাতিরেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহউপাচার্য কেউই উপস্থিত ছিলেন না।
প্রসঙ্গত, রাজ্য-রাজ্যপাল সংঘাতের একাধিক ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে যা ঘটল তাকে লজ্জাজনক বলে মনে করছেন অনেকেই। আচার্য বিশ্ববিদ্যালয়ে আসবেন শুনে আচমকা সেনেটের বৈঠক বাতিল করা নিয়ে সরব হয়েছেন কংগ্রেসের আবদুল মান্নান থেকে সিপিএমের সুজন চক্রবর্তী। সকলেই মনে করছেন এভাবে রাজ্যপালকে অপমান করে রাজ্যকেই অপমান করা হচ্ছে।