যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটেই পৌছাতে পারলো না এবিভিপি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতর কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র উপর হামলার প্রতিবাদে সোমবার মিছিল করে সংঘের ছাত্র সংগঠন। দুপুর দুটো নাগাদ এবিভিপি সমর্থকেরা গোলপার্ক থেকে মিছিল করে।
ঢাকুরিয়া হয়ে মিছিল সেলিমপুরে পৌছতেই বিশাল ব্যারিকেড করে গেরুয়া সমর্থকদের মিছিল আটকায় কলকাতা পুলিশ।
মিছিল আটকাতে প্রথমে অবশ্য পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে সংঘের ছাত্র সংগঠনের নেতারা। এরমধ্যে অবশ্য কয়েকজন ছাত্র ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করেন। যদিও তারা শেষ পর্যন্ত ব্যারিকেড ভেঙ্গে বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত পৌছাতে পারেনি।
পুলিশের সঙ্গে বচসার সময় এক ছাত্রের মাথা ফাটে বলে বলে অভিযোগ এবিভিপির।
সংগঠনের কলকাতা জেলা কমিটির সম্পাদক মৃন্ময় দাস বলেন, আমারা যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলাম। কেন্দ্রীয় মন্ত্রী ও আমাদের সংগঠনের নেতৃত্বকে মারধরে অভিযুক্ত বামপন্থী ছাত্র নেতাদের গ্রেফতার করতে হবে। অবিলম্বে যাদবপুর থানা সেই কাজ না করলে এবিভিপি বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানিয়েছে সংঘের ছাত্র সংগঠন। পাশাপাশি এবিভিপির মিছিলকে কেন্দ্র করে গোটা যাদবপুর পুলিশের জালে মুড়ে ফেলা হয়েছিল। এবিভিপির মিছিলের জন্য পুলিশ জলকামানের ব্যাবস্থা করেছিল।