অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জড়িয়ে যে ঘটনাকে তৃণমূল অপপ্রচার বলে তত্ব খাড়া করছে, তা উড়িয়ে দিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তিনি জানান বিমানবন্দরের সিসিটিভির ফুটেজে সবটাই পাওয়া গিয়েছে। কাস্টমস কর্তাদের সঙ্গে পুলিশ ও তৃণমূলের কয়েকজন নেতার ভূমিকাও ভিডিও ফুটেজে ধরা পরেছে বলে দাবি করেন বাবুল। এ ব্যাপারে তাঁর সঙ্গে দিল্লির বিভাগীয় মন্ত্রীর কথা হয়েছে বলে বুধবার বিজেপির রাজ্য সদর দফতরে সাংবাদিক বৈঠক করে জানান বাবুল সুপ্রিয়। পুরো ঘটনার তদন্ত হবে এবং তদন্তে অনেক কিছুই উঠে আসবে বলে দাবি করেন তিনি। বাবুল বলেন, সংবাদ মাধ্যমে খবরটা প্রথম দেখার পর সবকিছু সঠিক ভাবে জেনেই অভিষেক জায়াকে নিয়ে এই মন্তব্য করছেন তিনি। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে দমদম বিমানবন্দরে সোনা সমেত আটক করা হয়েছে বলে ট্যুইট করেন বাবুল সুপ্রিয়। তারপরেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয় বিজেপি কুৎসা ছড়াচ্ছে। এই খবরের কোনও ভিত্তি নেই। সব মিলিয়ে অভিষেক ও অভিষেকের স্ত্রীকে নিয়ে ভোটের বাজারে অন্য মাত্রা পেয়েছে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব।
2019-03-21