মুখ্যমন্ত্রী বলছেন, ষষ্ঠ বেতন কমিশন রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় চেয়েছে ডিসেম্বর পর্যন্ত। আর কমিশনের চেয়ারম্যান বলছেন, তিনি চাননি, সরকারই কমিশনের মেয়াদ বাড়িয়েছে। একবার নয়, দু-দুবার। সোমবার এমনই বৈপরীত্য ধরা পড়ল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিরূপ সরকারের বক্তব্যে।
সোমবার নবান্নে সরকারের কাজের পর্যালোচনা বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ডিসেম্বরে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট জমা পড়লে যতটা সম্ভব বেতন বাড়ানো হবে। কিন্তু বেতন বাড়াতে গিয়ে রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পের কোনওটি বন্ধ করতে চান না তিনি। এরই সঙ্গে সঙ্গে তিনি বলেন, “কমিশন এখনও কাজ শেষ করতে পারেনি। তাই সরকারও কিছু করতে পারছে না। কমিশন রিপোর্ট জমা দেওয়ার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে।” এনিয়ে তিনি কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারকে ডেকে কথা বলবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই বক্তব্যের পরে অভিরূপ সরকারের প্রতিক্রিয়া জানতে ফোন করতে ‘দ্য ওয়াল’-কে ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান বলেন, “কমিশন সময় চায়নি। এটা ভুল কথা। সরকারই কমিশনের মেয়াদ বাড়িয়েছে।”
২০১৫ সালের ২৭ নভেম্বর, অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল। এখনও পর্যন্ত মোট পাঁচ বার কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। লোকসভা নির্বাচনের পরে শেষবার সাত মাসের জন্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে যার সময় শেষ হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। এনিয়ে অভিরূপ সরকারের বক্তব্য, প্রথম তিন বার সময় বাড়ানোর আবেদন করেছিল কমিশন। কিন্তু শেষ দু’বার সরকারই কমিশনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে।
তবে কি কমিশনের রিপোর্ট তৈরি শেষ হয়ে গিয়েছে? সরকার মেয়াদ বাড়ানোর ফলেই তা জমা দেওয়া যাচ্ছে না? এই প্রশ্নের অবশ্য কোনও উত্তর দিতে রাজি হননি বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার।