গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১০১জন। মৃত্যু হয়েছে গত ২৪ঘন্টায় আরও ৬জনের। সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় বাড়ি গিয়েছেন ৬৭জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ১৪৮০। রবিবার এমনটাই জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের জারি করা বুলেটিনে । এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৭৭ জন। রাজ্যে মোট করণা মুক্ত হয়েছেন ৯৫৯জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬৬জনের। অডিট কমিটির দেওয়া রিপোর্ট অনুযায়ী বাকি ৭২ জনের মৃত্যু হয়েছিল কো মর্বিডিটির জন্য। সুস্থ হওয়ার হার ৩৫.৮২ শতাংশ । এদিন বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৮৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৫হাজার ৯৫৬টি। এখন রাজ্যে ২২টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। ৭দিনে প্রায় দ্বিগুণ টেস্ট হয়েছে রাজ্যের বলে দাবি করেন স্বরাষ্ট্র সচিব। এখনও পর্যন্ত এই পরিস্থিতি তে রাজ্যে এখন ৫৮২টি সরকারি একান্তবাস রয়েছেন ১০হাজার ৫৬১জন।
সরকারি একান্তবাস থেকে ছুটি পেয়েছেন, ২৭হাজার ৭৪০জন। এখন বাড়িতে একান্তবাসে রয়েছেন ৫৭হাজার ১৮৪জন। বাড়িতে একান্তবাস শেষ হয়েছে, ৭০হাজার ৭০৯জনের। গত ২৪ ঘণ্টায় কলকাতা থেকে পাওয়া গিয়েছে ৪৬টি নতুন কেস। এই পর্যন্ত এরমধ্যে কলকাতা থেকে পাওয়া গেছে মোট ১৩১১টি কেস। তাদের মধ্যে আরও ৩৪জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ইতিমধ্যে মোট ৪৭৮ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬জনের।এই পর্যন্ত কলকাতায় মোট ১০৮জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। কো- মর্বিডিটির জন্য মৃত্যু হয়েছে ৫২ জনের। বর্তমানে কলকাতায় করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৬৭৩জন।