ভাটপাড়ায় মঙ্গলবারে সকাল ৮টার দিকে রেল লাইনের ধারে থাকা বোমা বিস্ফোরণের জেরে একটি কিশোরের মৃত্যু হয়। এই কাণ্ড ঘটার প্রায় ৫ ঘণ্টা পরে সরানো হল বোমা। আর এরপরেই, একটি বাচ্চার মৃত্যুর পরেও প্রায় ৫ ঘণ্টা ধরে কেন বোমাগুলি সেই রেল লাইনের ধারে পড়েছিল উঠতে শুরু করল প্রশ্ন।
ঘটনাটি ঘটে চলতি সপ্তাহে মঙ্গলবারে ভাটপাড়ায় ২৮ নম্বর রেলগেটের কাছে। এই এলাকাতেই পড়েছিল একাধিক বোমা। এক কিশোর বল ভেবে সেই বোমাটি হাতে নিয়ে খেলতে শুরু করলেই বিস্ফোরণ ঘটে যায় এবং কিশোরটি মারা যায়। এছাড়াও, এই বিস্ফোরণের ঘটনার জেরে দুই আরও দুই কিশোর আহত হয় বলে খবর।
ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় ঠিকই। কিন্তু, কে বোমা সরাবে এই তর্ক-বিতর্কের মাঝে রেললাইনের পাশেই পড়ে থাকে বোমাগুলি। মূলত, বোমাগুলি কেন্দ্রীয় পুলিশ সরাবে না রাজ্য পুলিশ সেটা ঠিক করতে করতেই কেটে যায় ৫ ঘণ্টা। অবশেষে, ঘটনা ঘটার ৫ ঘণ্টা পরে ঘটনাস্থলে বম্ব স্কোয়াড পৌঁছায় ও বোমাগুলি নিষ্ক্রিয় করে।