নিবেদিতা
বীরেন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরের বুকের মধ্যের ভালোবাসা
সে-যে সাপের মাথার মণি,
তুই কি পারবি তুলে আনতে বোন ?
কাছে গেলে তোর ভালোবাসা রক্তে মাখামাখি হবে
বুকের মধ্যে ভয়ঙ্কর সাপের ছোবল বিষ ঢালবে, তোকে
দারুণ কষ্ট সহ্য করতে হবে।
তুই কি পারবি সব অসম্মান দু’ হাতে সরিয়ে দিয়ে
ঈশ্বরের বুকের মধ্যে চলে যেতে ?
সন্ন্যাসিনী পৌঁছেছিল সে দুর্গম স্বর্গে, উপবাসী
নগ্ন পরাধীন ভারতবর্ষের কোটি সন্তানের
চোখের জলকে মন্ত্র ক’রে।
[ছবি : “আলোকদূতী নিবেদিতা”,
শিল্পী : নিত্যানন্দ ভকত
শঙ্করীপ্রসাদ বসু লিখিত
” আমাদের নিবেদিতা ” গ্রন্থ (প্রথম সংস্করণ, ১৯৬৭ ) থেকে গৃহীত। ]