বোনাস নিয়ে সমস্যার জেরে পুজোর সময় ডুয়ার্সে বন্ধ হয়ে গেল সাইলি চা বাগান। পুজোর মুখে বিষাদের সুর ডুয়ার্সে (Dooars)। বোনাস সংক্রান্ত ঝামেলা নিয়ে বন্ধ হল। মালবাজারের সাইলি চা বাগান (Sailey tea garden)। কর্মহীন ১ হাজার শ্রমিক। গতকাল মধ্য রাতে বাগানে সাসপেনসন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে ঝুলিয়ে বাগান ছেড়ে চলে যান কর্তৃপক্ষ। পুজোর বোনাস বাগান কর্তৃপক্ষ ১৩.৫৫ শতাংশ হারে দেবে না বলে জানিয়ে দেন।যদিও এবার বোনাস সমস্ত চা বাগানে ১৮.৫০ হারে নির্ধারিত হয়েছিল।
কিন্তু পরে কর্তৃপক্ষ ১৩.৫৫ হারে দিতে রাজি হন।কিন্তু বুধবার বাগান ম্যানেজার সহ অন্যদের বাগান অফিসে ঘেরাও করে রাখে একাধিক শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা।মাল থানা থেকে পুলিশ গিয়ে রাত ১১ টায় উদ্ধার করে আনেন কর্তৃপক্ষকে। এরপর থানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে বাগানে সাসপেনসন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় বাগান ম্যানেজার পুজোর মুখে বিষাদের সুর ডুয়ার্সের এই চা বাগানে।
সূর্য সরকার।