কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকেছে ৯০০ কোটি টাকা। রবিবার কলকাতায় বিজেপির অফিসে এমন বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কয়লা কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রর হাত দিয়েই তৃণমূল যুব সভাপতির ঘরে ঢুকেছে টাকা।
উল্লেখ্য, বাঁকুড়া থানার আইসি কয়লা কাণ্ডে গ্রেফতার হতেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে বিজেপি। কয়লা কাণ্ড নিয়ে রবিবার বিজেপি দপ্তরে একটি অডিও টেপ প্রকাশ করেন শুভেন্দু। সেই অডিও টেপে বিনয় মিশ্র ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথোপকথন সামনে আনা হয়। সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যদিও এই টেপের সত্যতা যাচাই করেনি আমাদের ভারত। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া দীনেশ ত্রিবেদী।
অডিও টেপ প্রকাশ করেই শুভেন্দু অধিকারী এরপর বলেন, ইডির হাতে গ্রেপ্তার হওয়া বাঁকুড়ার আইসি সঙ্গে যোগাযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গ্রেপ্তার হওয়া আইসি জঙ্গলমহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার দায়িত্বে থাকতেন। তাই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।