কলকাতার স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন মোট ৯ জন। মৃতদের মধ্যে রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল, দমকলের চার কর্মী, পুলিশের এক অফিসার এবং আরপিএফ-এর এক জন রয়েছেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই সাত জন আগুনে ঝলসে অথবা দমবন্ধ হয়ে মারা গিয়েছেন। লিফটের মধ্যেই পাঁচ জনের দেহ পড়ে ছিল, বাইরে পড়েছিল আরও দু’জনের দেহ। সবমিলিয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে। সোমবার সন্ধ্যা ৬.১০ মিনিটে পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লাগে। মধ্যরাতেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু রাত ২টো নাগাদ ফের জ্বলে ওঠে আগুন। দমকলের তরফে জানানো হয়েছে, ভোর ৪টে নাগাদ রেলভবনের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু, ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে দুঃখপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা সোমবার রাতেই বলেছেন, “খুবই দুঃখজনক। মৃতদের প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপুরণ ছাড়াও পরিবারের এক জনকে সরকারি চাকরি দেওয়া হবে। সকলেই খুব লড়াই করে আগুন নিয়ন্ত্রণ করেছেন।”
শোকস্তব্ধ প্রধানমন্ত্রী, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা
কলকাতায় রেলের ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “এই দুঃখের সময় নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” প্রধানমন্ত্রীর দফতরের (পিএম) পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতায় রেল ভবনে অগ্নিকাণ্ডে নিহতদের পরিজনকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে এবং গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।
ব্যথিত রেলমন্ত্রী পীযুষ গোয়েল
কলকাতায় পূর্ব রেলের স্ট্র্যান্ড রোড অফিসে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। রেলমন্ত্রী জানিয়েছেন, ৪ জন দমকল কর্মী, দু’জন রেল আধিকারিক এবং পুলিশের এএসআই-সহ ৯ জনের মৃত্যুতে শোকস্তব্ধ।