কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা দেখেছে গোটা দেশ। মাস দুই-তিন প্রবল দাপটের পর দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই স্তিমিত। কিন্তু করোনা ভাইরাস এখন চিন্তার ভাঁজ ফেলছে কেন্দ্রীয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে। কারণ কোভিডের আর-ফ্যাক্টর কিছুতেই নামছে না।
দেশের মোট আটটি রাজ্যে আর-ফ্যাক্টর এখনও বেড়ে চলেছে। আর তা থেকেই বোঝা যায় অতিমহামারী এখনও স্বস্তির জায়গায় আসেনি। এ নিয়েই এদিন আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রের কোভিড টাস্কফোর্সের প্রধান ভি কে পাল। এদিন তিনি জানান, এখনও দেশের অন্তত ৪৪টি জেলায় করোনা সংক্রমণের হার যথেষ্ট বেশি। আর তার মধ্যে ১৮টি জেলায় সংক্রমণ বাড়তে শুরু করেছে গত চার সপ্তাহে। দ্বিতীয় ঢেউ এখনও কমে যায়নি, আশঙ্কা ডঃ পালের।
এখনও অতি দ্রুত ছড়িয়ে পড়ছে কোভিডের ডেলটা ভ্যারিয়্যান্ট। ডঃ পাল এদিন বলেন, ডেলটা ভ্যারিয়্যান্ট একটা বড় সমস্যা। আমাদের মনে রাখতে হবে কোভিডের আর নম্বর ০.৬ বা তার কম থাকা উচিত। কিন্তু গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে এই নম্বর ১-এর বেশি উঠে যাচ্ছে। ভাইরাস আরও ছড়াতে চাইছে।
কোথায় কোথায় আর ফ্যাক্টর একের বেশি রয়েছে?
হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাক্ষাদ্বীপ, কর্ণাটক, তামিলনাড়ু, মিজোরাম, পুদুচেরি এবং কেরলে আর ফ্যাক্টর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে খবর। এসব রাজ্যের বিভিন্ন জেলায় আর নম্বর একের বেশি।
অন্ধ্রপ্রদেশ আর মহারাষ্ট্রে একমাত্র আর ফ্যাক্টরের গ্রাফ নিম্নমুখী। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, হরিয়ানা, গোয়া এবং দিল্লিতে আর নম্বর রয়েছে ১। এই নম্বর একের বেশি হলেই বুঝতে হয় সংক্রমণ বাড়ছে। তখন তাতে লাগাম টানা দরকার।